ফক্কর দাদু লাফায় শুধু
নেতায় দিছে কঁচি কদু
মাথায় মেখে কদুর তেল
গর্বে নাচায় মাথার বেল।
ভোটের দিনে হাসে দাদু
কেন্দ্রে আসছো শুধু শুধু
রাত দুপুরে হইছে ভোট
সকল মহল এক জোট।
নেতা আজি জিতে গেছে
খারাপ সময় কেটে গেছে
এখন থেকেই শুরু সুদিন
খুশির চোটে নাচে ত্বা-ধীন।
ভালো মন্দ সব জায়গায়
ফক্কর এখন হাত ঢুকায়
চায়ের ষ্টলে দেখায় দাপট
স্বজাতি কয়’ বেধে জোট।
ছোট খাট বিষয় ধরে
গিট্টু লাগায় বড় করে
সারাটা দিন খাই খাই
অপকর্মের শেষ নাই।
এরে ওরে মারে ধরে
দাপট দেখায় ঘরে ঘরে
সর্ব স্থানে দেখায় তেজ
নেতা বেচে নাড়ায় লেজ।