কই চলেছো অধীর পথিক, কিসে এতো তাড়া,
বিবর পথে ক্ষিপ্রবেগে, ধাবন পাগলপারা!
কিসের নেশায় ছুটছো পথে,
অমোঘ ছেড়ে উল্টো রথে!
কোথা থেকে যাত্রা তোমার, কোথায় তোমার ঘর
অধিগম্য কোন অঁচলে, কোন সীমানার পর!
কুহক তোমায় ডাকে কি সেই, মায়াপুরীর দেশে!
যেথায় মায়া বসে আছে, সুখ পাখিটার বেশে!
মরিচিকার হাতছানিতে,
ভ্রান্ত ভ্রম ঝলকানিতে,
অলীক ফেরে ভুলে গেছো, তোমার অঙ্গীকার
ইন্দ্রজালের ফাঁদে পড়ে, করছো অস্বীকার!
সবুজ গিরির প্রান্ত ছুঁয়ে ঝুলছে নীল আসমান
দৃষ্টি মেলে দেখছো কভু, ভাবছো কি তার শান!
তৃপ্তি সুখের জীবন ছেড়ে
পেরেশানি আপন করে,
নিসর্গ সুখ পায়ে দলে, কোন পথে গমন
দেখছো কি তার প্রান্তসীমায়, ঝুলতেছে সমন!
পথের রসদ ফুরিয়ে যখন নিঃস্ব হবে তুমি
হাতছানিতে ডাকবে তখন আপন ধার্য ভূমি!
মিথ্যে মোহ মায়া ছেড়ে,
সময় থাকতে এসো ফিরে,
ভুলগুলি সব শুধরে নিয়ে, চলো আপন ঘরে
ভাবো বসে থাকবে কোথায়, অনন্তকাল ধরে!