দ্রোহরা সব মেলছে ডানা
কিন্তু তাদের উড়তে মানা
পাদু'টো তার শিকল বন্দী
সারমেয়কূল করছে ফন্দি।
অশ্ব-ডিম্ব ঘোড়ার ঘাস
ঢাকছে সদাই সর্বনাশ
পিশাচ হাসি আড়ালকারী
অপহর্তার জিম্মাদারী।
ধুরন্ধর আর ভট্ট স্তাবক
আখের গোছায় তল্পিবাহক
মূঢ়ের রাজ্যে সব সাবার
বিলয় জ্যোতি রাত আঁধার।
অধীনতার শক্ত পাথর
বেমালুমে অতীত আকর
পরিযায়ী আম জনতার
মনে মনে নিজ অবতার।
--------------------------------------------------------------
[শব্দার্থ : আকর=খাদ, গর্ত, সুরঙ্গ। অপহর্তা=চোর, তস্কর।
সারমেয়=কুকুর, কুত্তা। ভট্ট=স্তুতিপাঠক, চামচামী। মূঢ়=বোকা, মূর্খতা,
নির্বুদ্ধিতা, অন্ধবিশ্বাস। পরিযায়ী=অতিথী, আগত বসবাসকারী, ভিনদেশী]