ঐ যে দেখো রাজ্য আমার প্রজা সেথায় আমি
অদ্ভুতুরে রাজ্যে আমার রাজার কথাই দামি।
উজির নাজির পেয়াদা যত করতে হবে পুজো
পান থেকে চুন খসলে পরে মেরে করে কুঁজো
দিন দুপুরে যায় যে দেখা আকাশ ভরা তারা
জোছনা রাতের অন্ধকারে প্রজার আত্মহারা।
কৃষক সেথায় ফসল ফলায় ভরা নদীর জলে
ডাঙ্গাতে সব মাছ শিকারি ঘোরে দলে দলে।
কোথাও যদি শেয়াল ডাকে বুঝতে হবে বাঘ
হালের বলদ রেখে সেথা হাল টানে যে ছাগ।
সুঁইয়ের কাজটি কুড়াল দিয়ে সেথা করতে হয়
চাকরকে তাই মনিব মেনে করতে হবে ভয়।
সাধুরা সব ঘরের ভেতর সেজে থাকে কানা
চোরের তারিফ না করিলে কেটে দেবে ডানা।
যতই চলুক রাখাল গুজব সত্য ধরতে হয়
মুখটি সদাই সেলাই করে সবাই বসে রয়।
মর্জি মেজাজ বুঝে রাজার করতে হবে ভান
তাতে রাজা খুশী হয়ে হবেন মেহেরবান।
অদ্ভুতুরে রাজ্যে আজি দাওয়াত দিলাম ভাই
সেই রাজারই প্রজা আমি সুখের সীমা নাই।