তুলোর বোঝা মাথায় নিয়ে, নীল আকাশের গায়
মেঘগুলি সব যাচ্ছে উড়ে, অচিন সীমানায়!
নিয়ম-নীতি, শাসন মেনে
ছুটছে তারা আপন মনে
কেউ জানেনা যাবে তারা, কোনবা ঠিকানায়
ছুটছে নিতুই ছন্দতালে, রজত নুপুর পায়!
সেথায় আছে মহাজগত, লক্ষ তারার ভিড়
দূর নীলিমায় অধিষ্ঠিত, সপ্ত ঋষির নীড়,
কৃষ্ণগহ্বর বলয় গ্রাসে
উল্কা, তারা, গ্রহ ভাসে
রহস্যময় কান্ড ঘটায়, সুপার গ্রহের বীর,
গুপ্ত কথা জানতে মানব, দিন রাতি অধীর!
কে বানালো নিয়ম-কানুন, কার ইশারার পর,
আগে-পিছে সার বেঁধে সব, ঘুরছে জনমভর!
স্রষ্টা ছাড়া এমনি চলে,
অবোধ ছাড়া কেবা বলে,
ভ্রান্ত জ্ঞানী মুর্খ ভাবে, প্রকৃতি নির্ভর-
এতো বিশাল সৃষ্টি জগত, ছুটছে পরস্পর!