যখন হতাশায় নিমজ্জিত পুরো জাতি,
আশার আলো নিভে গিয়ে
চারিদিকে জেঁকে বসেছে নিশ্চল অন্ধকার,
যখন স্বৈরাচারী আগুনে ভস্ম হয়ে গেছে
আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ,
যখন নব্য লেন্দুপ দর্জির কবলে পড়ে
আমরা হারাতে বসেছি প্রিয় মানচিত্র;
ঠিক তখনই নতুন সূর্যোদয়ের বার্তা নিয়ে
আবির্ভুত হয়েছেন একদল বিপ্লবী,
অপ্রতিরোধ্য তারুণ্যের এক নতুন বাংলাদেশের অভিযাত্রী।
টগবগে তারুণ্যের মিছিলের আগে আগে
গায়ে রক্তমাখা পতাকা জড়িয়ে পথ দেখাচ্ছেন আবু সাঈদ!
যে তারুণ্যের হিম্মত দেখে
লজ্জায় মাথা নত করে হিমালয়
যে তারুণ্যের পদতলে দলিত হয় স্বৈরাচারের দম্ভ
যে তারুণ্য বৈষম্যের জঞ্জাল পুড়িয়ে
নতুন বাংলাদেশ জন্ম দেয়ার প্রতিজ্ঞায় অপ্রতিরোধ্য।
হে তরুণ,
এই লড়াই হার জিতের কোন লড়াই নয়
এ লড়াই মিথ্যার পরিখা গুঁড়িয়ে দেয়ার লড়াই
চেতনার নামে ভণ্ডামি খতম করার লড়াই
এ লড়াই আঠারো কোটি মানুষের অস্তিত্বের লড়াই
প্রাণের রাষ্ট্রের মালিকানা পুনঃপ্রতিষ্ঠার লড়াই
লোভীর ভীত কাঁপিয়ে দেয়ার লড়াই
মানচিত্র বাঁচানোর লড়াই
প্রেতাত্মার টুঁটি চেপে ধরার লড়াই
স্বৈরাচারী ইগো মাটিতে মিশিয়ে দেয়ার লড়াই।
হে যুবক,
রক্ত যদি স্বাধীনতার মূল্য হয়
তাহলে তোমাদের তারুণ্যের রক্তের মূল্যেই
অঙ্কিত হবে নতুন এক স্বাধীন বাংলাদেশের মানচিত্র,
এই বিপ্লবে তোমাদের রুখে দাঁড়ানোর বিকল্প নেই
কারণ তোমাদের ফেরার পথ রুদ্ধ করে দিয়েছে স্বৈরাচার!
তোমাদেরই খুঁজে বের করতে হবে
অনাবিষ্কৃত এক জনপদ,
যেখানে জন্ম নেবে
নতুন এক বাংলাদেশ!