আমার পেটে ভীষণ ক্ষুধা
ক্ষুধায় নাড়িভূড়ি জ্বলছে!
ফুটপাতে খাই লাথি-গুতা
সবাই শুধু পায়ে দলছে!
আমার চাওয়া খুব ছোট
চাই শুধু এক থালা ভাত
উচ্ছিষ্ট কিবা ঝুটাই ছুড়ো
খালি পেটে যায় দিনরাত!
এই শহরটা বড়ই নিষ্ঠুর
খাবার চাইলে দেয় মাইর
ক্ষুধায় ঘুরি দ্বারে দ্বারে
ঘাড় মটকে করে বাইর!
তোমারতো অনেক আছে
দাওনা একটু ভাত ও নুন!
যারা উপর তলার শয়তান
খেয়ে যাচ্ছো মানুষের খুন!