কিরে বেটা, খবিশ ঠেঁটা
শুকিয়ে গেছে মুখ?
কর্ম তোরে উষ্টা দিছে
কাইরা নিছে সুখ?

কোথায় গেলো নাচন কুদন
পুত পবিত্র মধুসুধন?

বোচকা নাকি খোয়া গেছে?
দুষ্ট লোকে কয়
হাঁটুর কাপন শুরু হইছে
লাগছে কি তোর ভয়?

এই দুনিয়ায় দ্বিতীয় নেই
তোর মতো আর ঠক
ভয়ের মুখটা দেখবো রে তোর
বহু দিনের শখ!

বন্ধরে তোর ছল চাতুরী
লুটপাটের এই জমিদারী

হাজার পাপের গাট্টি মাথায়
কী হবেরে তোর?
খেলারে তোর খতম হইছে
রক্ত চোষা খোর!