হাস ফাস করে করে দিন আসে মাস যায়
ব্যবসায় তালা ঝুলে পুঁজি খেয়ে গোল্লায়।
শো-রুমে বেচা নাই রিকশায় খেপ কম
গাড়ি ভাড়া দুই গুণ রাইডের নাই দম।
ছোট খাট ব্যবসায় শুয়ে পরে টান টান
দিন আনা মজুরের খালি পেট পড়ে টান।
ফুটপাতে ভীড় আছে বেচা কেনা বাও নাই
বাকী টাকা তাগাদায় জুতা ক্ষয় তলা নাই।
যাহা করি তাহা থেকে পথ নাই বেরোবার
বেড়িয়ে কি করিবো ভেবে যাই তেরোবার।
চা স্টলের আড্ডায় শহরেতে কাজ কম
চল গ্রামে ফিরে যাই যায় যায় যায় দম।
ইনসাফ নাই দেশে জীব সুখ হাতরায়
চারিদিকে হরিলুট মানবতা কাতরায়।