আমি এক আম জনতা, হরিদাস নাম,
পেশায় জুতো সেলাই, রং-কালির কাম
দিনমান থাকি পথে, রাস্তার পাশে কাজ,
নিরন্ন আর অন্নের নাটক, দেখে যাই সাজ
ছোট জাত অভাজন তাই, চিন্তার বেড় ছোট,
অভিনয় আর কোনটা নয়, বোধ জ্ঞান খাটো
চেতনা আর দেশোদ্ধার, কোনটা স্বাধীনতা,
কোনটা পক্ষে আর না, কোনটা অধীনতা
ক্ষীণ গলার দেশ প্রেমিক, কে বীর জাফর,
বড় গলার সিদের চোর, কে মীর জাফর
চিনিনা সাধু আর ভন্ড, কে দেশেরটা খায়
নির্লজ্জ আর জালিয়াত, অন্যের গান গায়
কে মোনাফেক আর ফেক, কারা লুটকারী
কে ধন পাচারকারী আর, কারা গাদ্দারী
কাদের নিয়ে বহু ধারা, কার চেতনায় ধার
কারা খায় লাথি-ঝাঁটা, কারা রাজাকার
ত্যাগী আর কোন ঠাসা, কিসে বিভাজন
ঠুলির গরু ঘুরে বৃত্তে, নিন্দিত কোনজন
ইশ্বরের স্থানে ইশ্বর বসা, ইশ্বর খোঁজা কই
মসজিদ আর মন্দির খুঁজে, অযথা ক্লান্ত হই
তাসবির দানায় জান্নাত, কারো মন্দিরে স্বর্গ
দৃশ্যমান সাধুর লুকোচুরি, দেবতায় অর্ঘ
অল্প কিছু চাই আমার, ক্ষিধায় কুপোকাত
উচ্ছত হলেও খেয়ে বাঁচি, শুধু ডাল-ভাত
কাজ করে খেতে চাই, কাজেই সফলতা
সম্মোহন চাইনা কভু, চাই মানবতা