হাবুর মায়ের খায়েশ চাপে, নেতা হবেন তিনি
চলন-বলন কথা-বার্তায়, ভাবটা দেখান দ্বীনি,
দুই আনা নামাজ-কালাম, চৌদ্দ আনা জিগির
গ্রামে-গঞ্জে ঘুরে ‍ফিরে, করছে ভোটের ফিকির!

হাবুর বাপে ভেবে মরে, আমায় জ্বালবি জ্বাল-
তোর জ্বালাতন সহ্য করে জীবনটা পয়মাল!
কী কারণে খায়েশ হলো, নেতা হবার তোর!
তুই শয়তানী নেতা হলে, দেশটা করবি গোর!

বিচলিত হাবুর বাবা,  কেমনে থামাই তারে!
দিনে রাতে ঘুরছেন তিনি, নানান জনের ধারে,
ভোট যেন কেউ না দেয় তারে, করে যান বারণ
কেন তাকে ভোট দিবেনা, বলেন সেসব কারণ!

হাবুর মায়ের দিন কাটেনা, হায়রে কবে ভোট!
ভোটের আগে সমমনায়,  করে চলেন জোট!
হাত জোড় করে, কাতর স্বরে, দলের সমর্থন,
আম জনতার সেবায় নিজকে, করবে সমর্পণ!

অল্প দিন আর ভোটের বাকি, এমনি এক ক্ষণে
প্রতিদ্বন্দ্বি আছেন যিনি,  হাবুর মায়ের সনে,-
খুঁজে তাকে পাচ্ছেনা কেউ, গেলো সে কোথায়
এ্যারেস্ট, নাকি গুম হয়েছে, নাকি সে পালায়!

হঠাৎ একদিন কোথা থেকে, এসে হয় হাজির
চলন-বলন  অসংলগ্ন, সদাই সে অধীর,
হাবুর মায়ের মার্কাকে সে, জানায় সমর্থন,
নির্বাচন আর করবে না সে, জানায় বিবরণ!

হতভম্ব আম জনতা, হায় হায় একি হলো-
মনের মতো প্রার্থী দিলাম, কেন বসে গেলো!
ভোট ছাড়া এই ডাইনিডারে, কে করাইল পাশ,
খেমতা পেয়ে এখন দিবে, সব লোকেরে বাঁশ!.....