লোভের ঘোরে থাকলিরে তুই, বিবেক ঘরে খিল এটে
মরছে মানুষ গুলি খেয়ে, কেউবা মরে ভুখ পেটে!
মারছে বোমা ফিলিস্থিনে
বসে আছিস কোন একিনে
রক্ত নদী বয়ে গেলো, শুধুই চেয়ে দেখবি তুই!
স্বর্গ লোভে তাছবি জপিস, কান দুটোতে গুজে রুই!
প্রথম কেবলা মৃত্যুপুরী, তাও থাকবি ঘুম ঘোরে
দিনকে দিন তোর পায়ের তলার, মাটি কিন্তু যায় সরে!
যাযাবরের অত্যাচারে,
আকসা পোড়ে নির্বিচারে!
বিচার দিনে নবীর সামনে, কেমনে হবি তুই খাঁড়া
উম্মত নামের কুল-কলঙ্ক, জিন্দা লাশ তোর দিল মরা!
নবীর দীনকে ভুলে গিয়ে, ইহুদীদের পা চেটে
ভাইয়ের বুকে ছুড়ি মেরে, খেয়ে গেলি তার এঁটে
শিয়া-সুন্নি আহলে হাদিস
বিভেদ লয়ে পরে থাকিস
কেন এতো ফেতনা তোদের, বান্দা তোরা এক আল্লাহর
কোন আমলে আশা করিস, পরপারে তাঁর দিদার!
ওমর-হামজা, খালিদ-কাসিম, সালাহউদ্দীন আইয়ুবির-
তোরা তাদের উত্তরসূরী, মুরিদ তোরা শেষ নবীর!
রোনাজারি চোখের জলে
লাভ হবেনা কোলাহলে
ময়দানে আজ ডাকছে তোকে, আসাদুল্লাহর জুলফিকার
এক কাতারে সামিল হলে, রুখবে তোদের সাধ্য কার!