ছুটছি পথে প্রভাত প্রহর ধরে
দ্বিপ্রহরটা পেরিয়ে গেছে কবে!
আট প্রহরের প্রান্তসীমার পরে,
তিন প্রহরের গম্য কোথা হবে!
আঁধার বলয় ঘুরছি সারাবেলা
ওকত ঘোরে বরাত নির্বিকার
ক্লান্তি ভুলে শ্রান্তি অবহেলা,
ঘুরছি পথে নিত্য চক্রাকার।
গন্তব্যটা আর যে কতকাল!
হবে কি আর অধিগম্যে দেখা!
পথে পথেই খরচ আয়ুষ্কাল,
অনন্বিত ধূসর পথ রেখা!