অত্যাচার আর নির্বিচারে, জীবন চলা দায়
চুয়াত্তরের পদধ্বনি, শুনতে পাওয়া যায়।
ছোট খাট ব্যবসা বাণিজ, বন্ধ হওয়ার পথে
কারো আবার পুঁজি খেয়ে, ঘুরছে পথে পথে।
খেটে খাওয়া কাজের মানুষ, কর্মহীন বেকার
জুলুমবাজী সর্বত্র আজ, নাইতো প্রতিকার।
ঠান্ডা মাথায় চলছে যে খুন, সবার স্বপ্ন হেসে
লুটে-পুটে খাচ্ছে সকল, দৃষ্টি যে এক পেশে।
নিজের লোকের অপকর্ম, দেখতে লাগে বেশ
হাজার প্রকার ছলচাতুরী, কেমনে বাঁচে দেশ!
অন্ধকারে থেকোনা আর, চোখ খুলে তাকাও
চোখে তোমার ঠুলি পড়া, দেখতে নাহি পাও।
ভাবছো আছো নিরাপদে, বিপদ অন্যের তরে
অন্ধ বলে দেখনা তাই, আগুন তোমার ঘরে।
নীরব থেকে ধ্বংস হবে, বিপদ সামনে আছে
অন্ধ চোখে নীরব থেকে, দেশ হারাবে পাছে।
ইতিহাসকে খুলে দেখো, কেমনে আসে দেশ
চোখের পর্দা খুলে দেখো, পরাধীনতার রেশ!