চামচামি আর তেলবাজি-
ব্যক্তির সৃজনশীলতাকে ধ্বংস করে দেয়,
অথচ এই মেধা ও সৃজনশীলতা জাতির বিরাট উপকারে আসতে পারতো
গোটা সমাজ ব্যবস্থার মেধাকে নিরুৎসাহিত করে,
অথচ একটি সৃস্টিশীল বুদ্ধিবৃত্তিক জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারতো
গোটা সমাজ ব্যবস্থাকে দুর্বৃত্তায়নের দিকে ঠেলে দেয়,
অথচ একটি সভ্য জাতি হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারতো
গোটা সমাজ ব্যবস্থায় একটি হরিলুটের রাজত্ব কায়েমে সাহায্য করে,
অথচ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে মাথা উচু করে দাঁড়াতে পারতো
চামচামি আর তেলবাজি-
গোটা সমাজ ব্যবস্থায় ত্রাস ও উদ্বিগ্নতায় আচ্ছন্ন করে ফেলে,
মানুষের বিবেককে ধ্বংস করে দেয়,
আর তখনি গোটা জাতি অপমানের গ্লানিতে নিমজ্জিত হয়ে
নিজের আত্মসম্মান বোধ হারিয়ে ফেলে