গদি কাঁপে থরথর
কথা কয় আউলা,
লগে লগে তাল দেয়
জ্ঞানপাপী জাউলা।

মরে গেছে বডিটা
বেঁচে আছে মুখটা

মুখখানা চলে যেনো
পাবনার মাল,
যেনোতেনো ঝাড়ে সদা
বোঁচকার ঝাল।

ঝাড়া দেখে বোঝা যায়
দেখে আন্দার,
হাতরালে শুধু বাজে
কাঁটা মান্দার।

হায় হায় গদি যায়
এই বুঝি ধরা খায়

দুই চোখে ঘুম নেই
মুখ বেসামাল,
বেয়াদব মুখটাই
ডেকে আনে কাল!