কিরে হরি, চুপসে গেলি?
ছেড়ে দিলি তালি-বালি?
মুখেতো তোর উন্নয়নের জিগির থাকতো সারা বেলা,
তোর জিগিরের শব্দদোষে-
জনগণের কানগুলি সব ঝালাপালা,
কই গেলো তোর মুখের বুলি-
ঘাড় বাকানো বাগাড়ম্বর, অহমগুলি!
সারা বেলা চক্ষু-লাজের মাথা খেয়ে
সব মানুষে তুচ্ছ করে
নিজের বড়াই, গায়ের জোড়ে চুরি ঢাকার চেতন গেয়ে-
হাত ডুবিয়ে খেয়ে গেলি ঘি ও মাখন
দাওটা মেরে ফূর্তি করা, নাচন-কুদন,
এখন কি সব ছেড়ে দিলি?
নাকি খাদের কিনার পৌঁছে গেলি?
পোটলা-পাটলি, গাট্টি-বোঁচকা যা কামালি !
এসব নিয়ে কাদের এখন ছুটলি পিছু?
ভাবলি কিছু?
মাথায় নিয়ে কই দৌঁড়াবি?
নিরাপদে কোথায় যাবি?
মনে হচ্ছে খাচ্ছিস খাবি?
সময় থাকতে বুঝলি নারে বোকা হরি
এখন বুঝে লাভটা কি তোর
রাত্রি ধেয়ে আসতেছে ভোর!
ফুটলে আলো সিঁদেল চোরা ধরা খাবি
গায়ের কাপড় সব হারাবি,
ভাগতে চাইলে এখনি তোর সঠিক সময়
তা না হলে বিচ্ছুরা তোর নাগাল পাবে
বোঁচকা ছিঁড়ে পিঁপড়ায় খাবে-
আম-ছালা তোর দুটোই যাবে!