আমি ফরজগারী পাক্কা মুসলিম
চোখের সামনেই ঘটছে অন্যায়
নিরাপদে দাঁড়িয়ে মজাটুকু দেখি
ভাসি আমি সোয়াবের বন্যায়!
আমি সনাতন উচ্চমার্গের হিন্দু
আমিতো ভগবানের জাত পাক্কা
অস্পৃশ্য অচ্ছুত জাতের স্পর্শে
আমার ইজ্জতে লাগে বড় ধাক্কা!
আমি অহিংস বাণী প্রচার করি
নিরামিষ ভোজী শুদ্ধাচারি বুদ্ধ
রোহিঙ্গা মুসলিম নির্মম হত্যায়
বাপ দাদার ধর্মকে করি শুদ্ধ!
ধর্ম আমার জীবনের চেয়ে বড়
আমি ইহুদি খৃস্টান পারসি জৈন
নিজ কালো আর অন্যের ধলো
ছোট জাত মেরে কামাই পূণ্য!
আমার ধর্মটিই একমাত্র সঠিক
অন্য ভুয়া ধর্মের নাই অধিকার
সারা ভুবনে ধর্মকে পায়ে দলে
করে যাচ্ছি নিজ ধর্মের উদ্ধার!
সুতরাং-
আমি মানুষ নই, সাচ্ছা ধার্মিক!!