এপাশে জীবন, ওপাড়ে মৃত্যু
মাঝে নিরেট আলয়,
তারই কোল ঘেষে দাঁড়িয়ে এক দ্বীপ্ত হিমালয়!
স্বচ্ছ কাঁচের ওপাশে যমের তাণ্ডব,
তুমুল যুদ্ধে রত এক নিকৃষ্ট দানব,
বিদঘুটে অন্ধকার, সুদূর নীহারিকার
একটি আলো-আভার পূত,
হিমালয়ের চূড়া থেকে নেমে আসে এক পবিত্র দূত,
ডান হাতে তলোয়ার, বাম হাতে আগ,
তলোয়ারে লেগে আছে যমের টাটকা রক্তের দাগ।
নিস্তব্ধতা,
এগিয়ে আসছে একটি হাতের ছায়া,
ক্রমেই স্পষ্ট হচ্ছে,
একটি ভি চিহ্ন দেখানো কঁচি হাত,
আমি চিনতে পেরে আনন্দে চিৎকার করে উঠি!
ক্রমে আঁধার কাটছে,
ভি চিহ্নিত হাতের পেছনে পেছনে
অন্ধকার কেটে বেড়িয়ে আসছে
একটি আলোর মিছিল!
-------------------------------------------
বি।দ্র : বন্ধুগণ, বিপদগ্রস্ত অবস্থায় আছি। প্রভুর মর্জিতে অনেকটা কেটে গেছে। আমার মেয়ে বয়স সাত বছর। জীবন ‍মৃত্যুর মাঝে দাঁড়িয়ে ছিলো। আজ প্রায় ১৯ দিন যাবত হাসপাতালের বারান্দায়। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ। আমি লজ্জিত ও দুঃখিত যে, আমার লেখায় বন্ধুরা মূল্যবান মন্তব্য দিয়েছেন। কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। সমস্ত বন্ধুদের কাছে দোয়া/আশির্বাদ কামনা করছি।