জীবনের গতি পথে
যদি আসে ঝড়,
বুক পেতে দেবো তারে
কবু নাহি ডর।
ভয় যদি চেপে বসে
আসিবে আঁধার,
হিম্মতে রুখে দেবো
মানবোনা হার।
বিপদের রং কালো
নেই আলো তার,
সাহসের আলো দিয়ে
সরাবো আঁধার।
জীবনের বাঁকে বাঁকে
যদি আসে রাতি,
কালো রাত কেটে যাবে
জ্বেলে দেবো বাতি।
স্রষ্টার নাম নিয়ে
থাকবো অধীর,
ভয় ডর কেটে যাবে
কাটবে তিমির।