অন্ধকারে হেলান দিয়ে
এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে
একটি নির্জীব প্রহর।
বিশ্বাসঘাতক নীরবতা-
আমাকে প্রতিনিয়ত অসুস্থ করে তুলছে;
কংক্রিটের বিছানায় শুয়ে
অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখি
আমার বিভাজিত স্বপ্নগুলির টাটকা রক্তপাত!
পচে যাওয়া সময়ের খোসায়
পিছলা খাওয়া কোমর নিয়ে
আমি আবার সোজা হয়ে দাঁড়াতে চাই,
কিন্তু ভাগ্যের রাগান্বিত সমাধান
আমাকে সময়ের জিম্মায় রেখে
অবিরাম চালিয়ে যাচ্ছে তার ক্ষিপ্ত হাতুড়ি!
--------------------
বন্ধুদের মূল্যবান মন্তব্যগুলির উত্তর দেয়ার মতো অবস্থায় নেই বিধায় প্রতিনিয়ত লজ্জিত ও দুঃখিত হই। তাই মন্তব্যের ঘরটি সাময়িক বন্ধ রাখার জন্য বন্ধুদের ক্ষমাসুন্দর দৃষ্টি কামনা করছি।