প্রজন্মের হাতের কাছে
জাদুর আয়না আছে,
কুহকের সাথে চলে নিত্য লেনাদেনা,
সন্ধ্যা কিবা প্রত্যুষ
থাকেনাকো হুশ,
তারুণ্যকে চুকাতে হয়, আপন ধারদেনা!
নৈতিক শিক্ষায় বাঁশ
অশ্লীলতার হয় চাষ,
সজ্জনের চোখ যেন আজ পুরো কানা!
কে করাচ্ছে পাপ
নেমে দশ ধাপ,
কার তাতে লাভ, খুশিতে আটখানা!
জাতির সামনে দুর্দিন
অচেতনে বাড়ছে ঋণ,
আখেরে পস্তাবে সব, হারায়ে ছন্নখানা!