নারী আমার ভগ্নি-মাতা, খোদার দেওয়া অপার দান!
নারী নামের প্রাণী কয়েক, মলিন করছে মায়ের শান
কলুষিত নারীর কীর্তি
বেছে নিয়ে নষ্ট বৃত্তি
শয়তানের দায় নারীরতো নয়, ধরা নারীর অবদান,
লজ্জা রাখার জায়গাতো নেই, বেঁচে খাচ্ছে নারীর মান!
বিব্রত আজ রাষ্ট্র সমাজ, আর বা যেন নাই খবর
কিবা ঢাকতে দালাল সকল, পরীর খবর দিবা-ভর!
নষ্টা তুমি খেলার পুতুল
যাদের জন্য হারা দু’কুল
শটকে পড়ছে সেই সাধুরা, নসীব তোমার কয়েদ ঘর
আশে-পাশে সবই ফাঁকা, আজকে তোমার সবাই পর।
পুরুষ নামের কুলকলঙ্ক, আজ সে কেন ছাড়া পায়!
ভ্রষ্টাকুলের সাথে সাথে, তাদের আছে সমান দায়,
প্রচার চালায় পাপ ঠাকুরে!
দোষটা পাচায় নারীর ঘাড়ে
কোনবা পাপের দণ্ড ভোগে, দেশবাসী আজ এই খেলায়
কার ইশারায় জারজ সাধু, মরণ ব্যাধি সমাজটায়!