দিনরাত যায় চলে, ডিজিটাল টাচ্ কলে
ছেলে-মেয়ে - পড়ালেখা গোল্লায়,
বাবা মায়ে নয়-ছয়, হাবভাব গোলমেলে
কোচিংয়ের নামে কাটে হল্লায়!
আগডুম বাগডুম, ঘোড়া আর ডুমটায়
লাল-নীল খেয়ে ফেলে শিক্ষা,
মানুষের দাদা নাকি বাদরের আত্মায়,
জ্ঞানপাপী দেয় আজ দীক্ষা!
মারামারি কাটাকাটি, টেন্ডার কাড়াকাড়ি
রাজনীতি দিয়ে যায় প্রশ্রয়,
লেখাপড়া গুড়েবালি, দেশময় বাড়াবাড়ি,
লাঠিয়াল হলে পায় আশ্রয়।
এটোকাঁটা কুশীলব, চারপাশে ভুড়িভুড়ি
শিক্ষক দুরে থাকে শতহাত,
সনদের ছড়াছড়ি, জ্ঞান খায় গড়াগড়ি
গোজামিলে শিক্ষাটা বরবাদ!