কুড়িয়ে পাওয়া দুঃখগুলি
দিবস রাতি দিচ্ছে ক্লেশ
মজুত থাকা সুখগুলিকে
চিবিয়ে খেয়ে করছে শেষ!

আবেগ দিয়ে দুঃখ কিনে
লালন করলে দিনে দিনে

সেই আবেগের মাসুলটুকু
শুধতে হবে জীবনভর!
বেলা শেষের গোধুলীতে
ধূসর জীবন, সবই পর!