দূরে সরে যেতে চাও?
কেন,আমি কষ্ট পাব বলে!
তুমি সত্যিই ভীষণ বোকা,
এই স্বার্থপরতার যুগে কেউ কি এভাবে ভাবে!
ভালোবেসে ফেলব বলে,
দূরে সরে যেতে চাও?
না'হয় ভালবেসে ফেললাম
কি যায় আসে?
তোমার চুলের গন্ধ পাই বলে,
দূরে সরে যেতে হবে?
কিন্তু আমি ত মুখ ফুটে বলি না কখনো,
তোমার ভেজা চুলের গন্ধ টা আমার বেশী ভাল লাগে !
দূরে সরে যেতে চাও?
কেন? একসাথে হাঁটার সময় যদি হাত ধরে ফেলি এই ভয়ে?
ধরব না!
অধিকারে দেয়া সম্মানটুকুর আগে!
আমি একাই ভালবেসে যাচ্ছি বলে?
দূরে সরে যেতে হবে?
আমি ত তোমাকে মানা করিনি, আমাকে ভালোবাসতে!
কিংবা মুখ ফুটে আবদার ও করব না,
আমাকে ভালোবাসতেই হবে !
তবে কেন? দূরে সরে যেতে চাও?
প্রয়োজন ছাড়া বিনে কারণের গল্প গুলো কি এতই বিরক্তিকর ?
কিংবা আমি কি বলেছি, তুমি ছাড়া আমি অচল ?
বলেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচব না?
বলেছি যে আমাকে করুণা কর?
নাহ! বলিনি!
তবে কেন ভালো থাকার প্রয়াস টুকু খুন করছ?
কেন গলা টিপে ধরছ, অতীত,ভবিষ্যৎ ভেবে?
বর্তমানে কি আমার উপস্থিতি তোমাকে নাড়া দেয় না?
ইচ্ছে হয় না, একসাথে বসে কোন কথা খুঁজে না পেয়ে আমাকে জিজ্ঞেস করতে,
চুপ করে আছি কেন?
ইচ্ছে হয় না, সে অধিকার টুকু নিতে, যে অধিকার টুকু তোমাকে
দেব দেব বলে সুযোগ খুঁজছি আমি!
ইচ্ছে হয় না, কোন উদ্দেশ্য ছাড়া কোন ইচ্ছে ছাড়া শুধু একটু বর্তমানে ভালো থাকতে?
তবে কেন দূরে সরে যেতে চাও!
তবে শোনো, দূরে সরে গেলে
আমি হয়ত কষ্ট পাব, হয়ত নিকোটিন এর তীব্রতা বাড়বে!
কিন্তু সে কেবল ক্ষণিকের !
নতুন বসন্ত আবার আসবে, যেমন এসেছিলে তুমি!