একদম জনমানব শূন্য,
এক উত্তাল সমুদ্রের ঠিক মাঝখানে!
ছোট্ট একটা নির্জন দ্বীপের কোনায়,
একা একদম একাকি বসে!
শুধু তোমাকে,শুধুই তোমাকে যদি ,
মুহুর্তবন্ধী করে রাখি অনুভবে?
এটাকে কি কোনভাবে ,
ভালোবাসা বলা যাবে?
সমুদ্রের ঢেউ যখন পায়ে,
বারবার বারবার পড়বে আছড়ে।
ঠিক তখনো যদি,
তুমি শুধুই তুমি থাকো স্মরনে?
যখন সমুদ্রের বুকে দেখে সূর্যাস্ত ,
শুধু তোমার শুধুই তোমার স্পর্শ পাই অনুভবে?
শুনতে শুনতে কোন প্রিয় গান,
একা একদম একাকি বালুচরে হেটে হেটে।
শুধু তোমার শুধুই তোমার উপস্থিতি পাই?
সেটাকে কি ভালোবাসা বলা যাবে?
এই অনুভূতির নামকে যদি সত্যিই
ভালোবাসা না বলে!
তবে আমি ভালোবাসা শিখতে চাই,
সমুদ্রের দিকে তাকিয়ে!