মন লাগবে মন,
যে মন থাকবে সংশয়ে,
যে মন হঠাৎ দৌড়ে পালাবে,
যে মন হঠাৎ এসে কাছে,
জড়িয়ে ধরবে সংকোচে।
মন লাগবে মন,
লাল শিমুল ফুলের মত,
যে আমাকে প্রতিনিয়ত,
ভালোবাসায় করবে আহত।
মন লাগবে মন,
একদম ভাঙ্গা,
যেন দুমড়ে মুচড়ে হয়ে গেছে বাঁকা ,
সেই মন দেব আমি জোড়া,
ভাঙ্গা টুকরো কুড়িয়ে একেকটা।
মন লাগবে মন,
বাবুই পাখির বাসার মত,
যতই আসুক ঝড়, থাকুক কষ্ট যত,
নিজ বাসাতেই থাকবে মুছে নিয়ে সব ক্ষত।।
মন লাগবে মন,
পাথরের মত কঠিন,
যেন একদম ই রং হীন,
সেই মন আমার রঙ এ করব রঙ্গিন।
মন লাগবে মন,
যে মন হবে এমন,
যার ভাগ নিতে আসবে না অন্যজন।
আমার একটা মাত্র শুধু মন লাগবে, মন।
শুধুই একটা।
৩ পৌষ, ১৪২৬
স্বপ্নকুঠির, ঢাকা।