তখন তুমি গভীর ঘুমে,
শতচেষ্টায় ঘুম আসেনি আমার চোখে,
জোছনার আলোয় তোমার অমন মুখ দেখে,
জাগিয়ে দিতে খুব হবে ইচ্ছে।
মুখের উপরের অবাধ্য চুলগুলো সরিয়ে,
খানিকক্ষন বসে থাকব দ্বিধাগ্রস্থ হয়ে,
তারপর আবার স্পর্শ করব তোমার গালে,
কানের কাছে মুখ এনে বলব শুনছ? এই যে!
হাত সরিয়ে দিবে তুমি,
তারপর আবার ডাকব আমি,
এই শুনছ,উঠ,উঠ এক্ষুণি,
দাও দেখি একটু চোখ রাঙ্গানি।
প্রচণ্ড ঘুম ভাঙ্গা বিরক্তি নিয়ে,
যখন তাকাবে চোখ খুলে,
এক জোড়া নির্ঘুম চোখ দেখে,
আবার কম্বল মুড়ি দিবে।
তারপর আমায় পাগল বলবে,
ঘুম চোখে নিয়ে বলবে রাগালো স্বরে,
ঘড়ি দেখেছ?রাতের কটা বাজে?
ভণ্ডামি যত্তসব রাত বিরাতে!
তখন তোমাকে না বলেই যাব উঠে,
যেন অনেক ব্যস্ত আমি এমন বেশে,
পায়চারির শব্দে ঘুম ভাঙ্গানোর চেষ্টা শেষে,
আবার এসে বসব পাশে।
শেষে একদম অতিষ্ট হয়ে ,
তুমি উঠে বসবে,
প্রচণ্ড বিরক্তি নিয়ে যখন জিজ্ঞেস করবে,
আচ্ছা কি হয়েছে তোমার বলবে?
তখন একটা নীল শাড়ির পাশে,
একটা বোতাম ছেড়া হলুদ পাঞ্জাবি রেখে,
গালা প্রচণ্ড ভারী করে,
বলব, ঢেউ এর শব্দ শুনতে,এখন আমার সাথে, তুমিও যাচ্ছ সমুদ্রে!