হঠাৎ বুকের ভেতর,
একটা গভীর গর্ত আছে বলে অনুভব হল।  
সে গর্তের গভীরতা  জানি না।
মাপার সরঞ্জাম নেই!  
ভালোই ত আছি!
সুখী মানুষদের ভিড়ে ,
নিজেও তো এক প্রচণ্ড সুখী মানুষ!  
আমার তো কোন ক্ষোভ নেই,
নেই কোন আফসোস!  
হারানোর ভয় নেই,
নেই পাবার উচ্ছ্বাস!  
তবুও কেন ফুল ওয়ালী বুড়ির আবদার শুনে,
পকেট থেকে টাকা বের করে দিয়ে
কোন ফুল নিলাম না!  
কেন নিজেকে একটা ফুল উপহার দিলাম না!  
জানি না কেন!
কেন গোলাপ সহ্য হল না!
নিঃশব্দে চেপে গেলাম ভিতরের আক্ষেপ!  
আমার কিছুর কমতি ত নেই!  
বেশ কেটে যাচ্ছে জীবন!
শুধু,
হঠাৎ  বুকের ভেতর,
একটা গভীর গর্ত আছে বলে অনুভব হল।