এই মনের প্রতিটি
অলি-গলি, রাস্তায় শূন্যতা।
পুরো শহর জুড়ে নিস্তব্ধতা ,
বৃষ্টি এলেও কেউ বারান্দায় দাঁড়ায় না ,
শীত কেটে গেছে কবেই!
রাস্তার মোড়ে কেউ মুঠো হাতে শিউলি নিয়ে,
দাঁড়িয়ে থাকে না।
ভাঙ্গা ধ্বংসস্তূপে কেউ যায় না,
বিল্ডিং এর বিলবোর্ড গুলো,
বিজ্ঞাপন ছাড়া ফাকা পড়ে আছে!
মোড়ে মোড়ে পোষ্টার নেই,
নেই চায়ের দোকানে ভিড়।
শুধু তীব্র একটা গন্ধ নাকে আসে,
সাথে আসে ধূলিঝড়,
ছাপাখানা গুলোও প্রস্তুত।
শহরজুড়ে প্রতীক্ষা,
শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ কিংবা হেমন্ত,
সবাই বেড়াতে আসুক।
শহরের মালিকানা নাহ'য় বসন্তের ই থাকল!