উষ্ম মস্তিস্কের রক্তক্ষরণের শব্দে শুনি
সম্পর্ক হারানোর দুঃখ।
সদ্য বিবাহিতার আনন্দ ধ্বনি ভেদ করে,
আমার কানে ভাসে,
পিতৃপরিচয়হীন সদ্য জন্মানো,
সেই পাগলী পুত্রের কান্না ।
যে কান্নায় ভেসে যায়,
মিথ্যে বুলি সাজানো বন্ধন!
নাম বাচক বিশেষ্যের মোড়কে দেয়া
হরে কমাল সম্পর্ক!
অর্থহীন সব অর্থহীন!
তীব্র অন্ধকারে পরজীবী চাঁদের আলোও
স্মরণ করিয়ে দেয়,
মানতে না চাওয়া এক তীব্র সত্যকে!
দিনশেষে সবাই একা!
একাকীত্বের চোখে ধুলো দিয়ে,
লুকিয়ে বের করা কিছু ক্ষনিক সময়,
যেটাকে আমরা সুখ বলি,
যার জন্য মিথ্যে সুরে গান গাই,
মাপা ঠোঁট দিয়ে মিথ্যে হাসি আঁকি!
সেইটুকু চলে যায়,
আজ বাদে কাল অন্তিম সৎ কারে!
শুধু থেকে যায় "একাকীত্ব",
"আমি" নামক ব্যক্তি বাচক সর্ব নামের আড়ালে!