লোকে যত্ন করে ভালোবাসে,
যত্ন করে স্বপ্ন দেখে,আদর করে,
প্রেমিক হয়!
আর আমি অনেক যত্ন করে,
পাগল হয়েছি!
অনেক যত্ন করে,
দিনের পর দিন তোমার তীব্রতর পাগল হচ্ছি!
মাপা ঠোটের এক ঝলক হাসির পাগল হয়েছি!
অমন একটা হাসি চুরি করে,
মনের জাদুঘরে রেখে দিয়েছি!
যতবার দেখতে গিয়েছি আরো পাগল হয়েছি!
খুব যত্ন করে পাগল হয়েছি!
লজ্জা ভরা অমন দুটো চোখে,
পাগল না হলে লোকে পাগল বলবে!
তাই আবার অনেক যত্ন করে পাগল হয়েছি!
চুলের গন্ধে পাগল হব বলে,
তোমার দেহের গন্ধে মাতাল হব বলে,
কতদিন ঘ্রাণেন্দ্রিয় বন্ধ রেখেছি!
কোন গন্ধই অনুভব হয় না!
অনেক যত্ন করে করে,
আরো পাগল হব বলে
দুই হাতে কারফিউ দিয়েছি,
তোমাকে ছুঁয়ে দেখার আগে,
কিছু ছোঁবে না ও! কিচ্ছু না!
কিচ্ছু না!
আচ্ছা বলতো?
কেন এমন হল?
লোকে যত্ন করে প্রেমিক হয়!
যত্নে ভালোবাসে, আদর করে, যত্ন নেয়,রাগ করে,অভিমানী হয়!
শুধু আমিই কেন যত্ন করে,
তোমার পাগল হচ্ছি?