ক্ষনিকের দর্শনে,
নিলে আমায় চিনে,
মানুষ আমি কেমন ছিলাম,
তা বুঝলে কেমনে?
করে আমার দর্শনদারি,
কর যদি বিচার,
ভিতর আমার কেমন ছিল,
কেমনে পাবে পরিচয় তার।
না হয় আমি কালোই হলাম
দেখতে কদাকার,
আমার ভিতরের প্রতিভা,
দেখে কি করে করবে বিচার?
না হয় আমি সাদাই হলাম,
বরফের মত শুভ্র,
মাকাল দেখে বুঝবে তুমি
ভিতরের দূর্গন্ধ?
বাহিরের রঙ এ বিচার করে,
পরিচয় যদি পাওয়া যেত,
জগত জুড়ে এত অশান্তি
আর কখন ও না থাকত
মানুষ যদি চিনতে চাও,
মন চিনে নাও আগে,
দর্শনদারি লাগবে না আর,
সোনা পাবে খুজে ফাকা ময়দানে।