আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
একটা হাড্ডিসার ভিখারি,
কিংবা একটা বুড়ো আধমরা।
আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
একটা অভুক্ত পাখি,
একটা কুকুর লোম ছাড়া।
আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
যত অশান্তি, যত খুন খারাবি,
যত অনিয়ম, নিয়ম যত মন গড়া।
আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
জাহাজ ফেরত এক আদার ব্যাপারি,
লাশ হয়ে ভাসছে, কোন যুদ্ধ ছাড়া।
আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
ভয়ংকর রূপসী এক নারী,
স্বাধীনতার মত যার যোনী ছেড়া।
আমি চোখ বন্ধ রাখি,
তবুও আমার চোখেই এসে দেয় ধরা,
হতে গিয়ে বিদ্রোহী ,
আমি লিখি প্রেমের কবিতা।