সমুদ্রের হাসি দেখতে পাও?
পাহাড়ের আনন্দাশ্রু?
পাখিদের মহানন্দে উড়ে বেড়ানো?
দেখবে কেমনে? তুমি ত বন্ধী!
ওরা রোজ তোমার জানালায় এসে,
একবার করে হেসে যায়!
হা! হা! হা!
যেমন ছুটির দিনে,
চিড়িয়াখানায় ওদের দেখে হাসতে,
হাততালি দিতে!
আজ ওরা দেয়!
যেমন করে সমুদ্র, পাহাড়, আকাশকে কষ্ট দিতে!
আজ ওরা দেয়!
হ্যা, হ্যা, হ্যা! আজ ওদের ছুটির দিন!
ওরা মুক্ত! ওরা স্বাধীন!
শুধু তুমি বন্ধী, তুমি!
হা, শুধু তুমিই বন্ধী! চেয়ে দেখ!
পুরো বিশ্ব আজ চিড়িয়াখানা,
যেটায় বন্ধী একটা প্রানীর কোটি খানেক প্রজাতি!
এদের নাম মানুষ!
সাদা রঙ এর মানুষ! কালো মানুষ!
চকলেট কালার মানুষ!
সেক্সি ফিগারের মানুষ!
সিক্স প্যাকের মানুষ,
মোটা ভুড়ি, চিকন পাছার মানুষ!
বিশাল বড় নিতম্বের অধিকারী মানুষ!
তোমার মত মানুষ, আমার মত মানুষ,
ছোট মানুষ, বড় মানুষ, জাতি, উপজাতি,
হিন্দুর মত মানুষ, মুসলমানের মত মানুষ, খ্রিষ্টান মানুষ, বৌদ্ধ মানুষ, নাম না জানা শত ধর্মের মানুষ! ওই রেপিস্টার মত মানুষ,
ওই চোর, ডাকাত, বাটপারের মত মানুষ , ওই ছোট্ট খুকির মত মানুষ!
ওই ছোট্ট ১ দিনের জন্ম নেয়া শিশুটার মত পবিত্র মানুষ!
সবাই আজ বন্ধী! সবাই চিড়িয়াখানায়!
বন্ধী! বন্ধী! বন্ধী!
চিৎকার করো! লাভ নেই! লাভ নেই!
কারো লাইসেন্স নাই! কারো নাই! কারো নাই!
মুক্ত ভাবে চলার লাইসেন্সের মেয়াদ শেষ।
বাতাস টা নোংরা করার মেয়াদ শেষ!
সমুদ্র নোংরা করার মেয়াদ শেষ!
পরিবেশ কে ধর্ষন করার মেয়াদ শেষ!
পরীক্ষা নিচ্ছেন তিনি পরীক্ষা!
এবার আর বিনে পরীক্ষায় লাইসেন্স পাচ্ছ না!
বহু শতাব্দী পার করেছো এভাবে!
প্রতিজ্ঞা করো,প্রতিজ্ঞা!
এবার ছেড়ে দিলে সবাইকে ভালো রাখার প্রতিজ্ঞা,
কাউকে না কাঁদানোর প্রতিজ্ঞা,
আগলে রাখার প্রতিজ্ঞা!
সবাইকে ভালোবাসার প্রতিজ্ঞা,
হিংসা ভুলে থাকার প্রতিজ্ঞা, নির্লোভ হবার প্রতিজ্ঞা,
গরীবের রক্ত চুষা বন্ধের প্রতিজ্ঞা,
ধর্ষন না করার প্রতিজ্ঞা!
প্রতিজ্ঞা করো, প্রতিজ্ঞা,ওয়াদা দাও, প্রমিজ কর,
যা খুশী কর!
শুধু চিৎকার করে বলে যা,
তুই মানুষ হয়ে বাচবি!মানুষ হয়ে!
তবে তিনি শুনবেন!
তিনি শুনবেন! তিনি শুনবেন!
তিনি শুনবেন!
তিনি সত্যিই শুনবেন!
কারণ আমাদের তিনি সবচাইতে বেশী ভালোবাসেন!
রাগ করে আছেন অন্তর্যামী !
সবচেয়ে বেশী ভালোবাসেন বলে রাগ বেশী!
হে পালনকর্তা,হে আল্লাহ, হে প্রভু,
আমাদের এবারের মত,
ক্ষমা কর! ক্ষমা কর! ক্ষমা কর!
আমরা আর একটা বার মানুষ হয়ে বাচতে চাই!
মানুষ হয়ে!