আমার বয়স তখন সবেমাত্র কুড়ি পেরিয়েছে,
একদম সদ্য-সমাপ্ত যাকে বলে।
তখন তোমার সাথে আমার প্রথম দেখা,
তার আগে স্বপ্নে বহুবার দেখেছি।
কল্পনায় কত ভেসেছি।
তোমার ওই নীলে চোখ জুড়াব বলে,
কত কিছুর ছলে,
তোমার কাছে আসতে চাইতাম!
লোকে গল্প বলত,
গরম চায়ের কাপে,
আমি শুনতাম মুগ্ধ হয়ে।
আর থাকতাম অপেক্ষায়,
সেই দিনের,
যেদিন প্রথম দেখব তোমায়।
আমার এই কুড়ি বছরের সমস্ত কষ্ট, দুঃখ, হতাশা,
আমার প্রথম প্রেমের সেই গল্পটা,
কিংবা জনালার সেই মেয়েটা,
আমার পরীক্ষায় প্রথম ফেল করা,
আমার প্রথম কেনা লাল ফিতা,
কিংবা আমার সবচেয়ে মন খারাপের রাত টা,
আমার সবচেয়ে সুখের স্মৃতিটা,
এই সবকিছু এক বারে দেব বলেই তো ছিল এত অপেক্ষা।
তারপর সেই দিন এল,
আমি অবাক হয়ে দেখলাম তোমায়
আমার বয়স তখন সবেমাত্র কুড়ি পেরিয়েছে,
একদম সদ্য-সমাপ্ত যাকে বলে।
তখন তোমার সাথে প্রথম দেখা আমার,
হে সমুদ্র ,হে অতল স্পর্শী, হে জলদি, হে পারবার!