আমার দৃষ্টিতে তোমার অপেক্ষা
কেটে যাওয়ার এক বসন্ত।
স্মৃতি রা খরা রূপে গ্রীষ্মে এসেছিল,
কালবৈশাখী হয়ে লণ্ডভণ্ড করে দিয়েছি!
মনের বর্ষাও পেরিয়ে গেছে কবেই!
তোমায় নিয়ে কল্পনাদের ছুটি দিয়েছি গেল শীতে!
আমি এখন শরতের পরিষ্কার আকাশ!
আচ্ছা, তুমি কি এখনো তেমনি আছো?
ঠিক যেমন হেমন্তের হিম বাতাস?
১চৈত্র,১৪২৭ বঙ্গাব্দ
বসুন্ধরা, ঢাকা।