এসেছিল দুমড়ে মুচড়ে দিতে
সেদিন অনেক রক্ত ঝরেছিল।
কেউ কেউ ছিল ক্রিতদাসের মত
তাদের লুঙ্গির ফাকে ধর্ম খুজত।
কিন্তু বাঙালীর বিভেদ ছিল না
কাধে কাধ মিলিয়ে লড়েছিল তারা।
পরাধীনতার শৃংখল হতে মুক্ত
তারা সবাই হয়েছিল সংযুক্ত।
হায় সেদিন নাই,এই স্বাধীন বাংলাদেশে
লুঙ্গি খুলে দেখে না, তবু ধর্ম দেখে।
পরাধীনতায় পাইনি যে স্বাদ -সনাতনী
সেই স্বাদ আজ দেয় কিছু ধর্মান্ধ বাহিনী।
কিছু বীজ ছড়িয়েছিল,তা আজ বেড়েছে মূলে
দেশকে ভাগ করে,দেশেরই পতাকা তলে থেকে।
সাবধান হও বীর বাঙালী,বলো উচ্চস্বরে আবার
ধর্ম যার যার,নেই বিভাজন আজ, দেশ আমাদের সবার।