মাঝ রাতে ঘুম ভেঙে গেল
হঠাৎ
আলোর ঝলকানিতে
তোমার রুপের ছটায়
আর দোলনচাপাতে,এই শরতে।
সত্যি বলছি
ওগো মহোময়ী-মায়াবিনী
কি অপূর্ব
তোমার ও চোখের চাহনী!!
ভেবে ভেবে বিহবল
মন
ধরতে চায় ঐ অধর যুগল।
আশা সেতো মরিচীকা
স্বপ্নেই সম্ভব
বাস্তবে কি পাব দেখা?
তোমার দুরে দুরে থাকা
প্রশ্ন জাগায়।
তোমার ঐ লাল টিপে,লাল ঠোটে,আখির কাজলে
বারেবার মন হারায়।