মিছিলের ভিড় ছেড়ে আজ, একা আমি
সেদিন আর খুজে পাই না,যেদিন
সকালের সোনারোদের সাথে সাথে
কত বন্ধু কত সহপাঠী,এক হতাম।
এখন সেসব স্মৃতি।
সেই সোনারোদ,দুপুর বেলার প্রচন্ড তাপ নিয়ে
মাথার উপর দিনে-রাতে খেলা করে।
জীবনে এখন বিকেলের অভাব
তাই খেলতে যাবার তাড়া নেই,
নেই সন্ধ্যা হলেই বাড়ি ফেরার টান।
পাঠ্যশালার পাঠ চুকিয়ে বসে আছি
হঠাৎ কোথাও,ডাক এলে যাব
বসেই আছি,আশা নিয়ে।
এমনি করেই রোদের তাপ বাড়ে
সাথে চাপও।
ফেলে আসা সেই দিন,বারেবার
পিছু ডেকে যায়,মেলার তালপাতার বাঁশি
প্রখর রোদে পুড়ে যায়,বাজে না।
সবাই যেন দূরে-বহুদূরে,তাই
মিছিলের ভিড় ছেড়ে আজ,একা আমি।