পৌষালী রোদ হও যদি,
হতে পারি হিমেল সকাল।
যদি তুমি কূলভাঙা নদী,
আমি তবে সাগর উত্তাল।

দিগন্তে কাশবন ছুঁয়ে
যদি তুমি মার কোলে হাসি।
ধানক্ষেতে স্বর্ণালী ঢেউয়ে
আমি তবে রাখালিয়া বাঁশি।

যদি বুকে অভিমানী মেঘ,
আমি হবো বৈশাখী ঝড়।
পলাশেই রাঙো যদি মেয়ে,
পাতা ঝরা শেষে বাঁধি ঘর।
          (২০/০১/২০২২)