ব্যথার রঙ যদি নীল তারায়,
অথৈ জল পোষে আকাশ কার?
জমাট মেঘ যদি মনখারাপ,
গুমোট দিন লেখে আভাস তার।
কিশোর রঙ যে চিলেকোঠার,
জোনাক রাত নেয় খোঁজখবর।
নীলচে ঘা'ও জানে শম কোথায়,
উজান বেয়ে তাই রোজ সফর।
বাঁচার রঙ যদি রোদ্দুরে,
ছায়ার রঙ দিও ক্লান্তিকে।
ধোঁয়ার রঙ যদি পথ জুড়ে,
আলোর রঙ দিও ভ্রান্তিকে।
অঝোরে মানে যদি গলেই জল,
পরতে জমে থাকা সেই বরফ;
সুর্যোদয়ে যদি দিন বদল,
বাড়িয়ে দিলে হাত কই ধরো?
(১৬/০৯/২০২৩)