ভুলে যেতে চাও মুজিবকে আজ, মুছে দিতে চাও রবি'কে।
ধর্মের নামে আফিম যে নিল, কে ভোলাবে সেই ভবি'কে?
যার জলে তুমি সবুজ হয়েছো, স্বাস্থ্যসেবায় সুস্থ;
তার'ই পতাকায় পদাঘাত! তুমি কোন পথে, আছে হুঁশ তো?
সাহায্যে যার স্বাধীন হয়েছো, কথা বলো আজ বাংলায়;
সেদেশের কোনো পর্যটককে একা পেলে মাতো হামলায়!
তোমার মতোই আমারও স্বপ্ন বাংলায় ফোটে, তাইতো
পূর্বের বহু ভুলকে ভুলেছি। যতো হোক, ছোট ভাই তো।
চুপ আছি দেখে দুর্বল ভেবে, মিছে থেকো নাকো খটকায়।
সীমানা ভাঙলে, উন্মাদ শোনো, সমাধান এক ঝটকায়।
(০১/১২/২৪)