উনিশের কথা অনেকে জানে না, একুশের পথ ধরে
মাতৃভাষায় কথা বলবার দাবীতেই শিলচরে,
সবে কৈশোর পেরোনো বুকে স্বাধীন দেশের গুলি।
উনিশে মে একষট্টিকে আমরা কি করে ভুলি।
প্রদেশের বুকে বিচ্ছিন্নতা দিয়েছিল মাথা চাড়া,
'আসামের মাটি আর কারো নয় শুধু অসমীয়া ছাড়া'।
'সরকারি কাজে অসমীয়া শুধু নতুবা ইংরাজী',
হুকুমের কাছে মাথা নত হোক, বাঙালি হয় নি রাজি।
মাতৃভাষাকে মুখ থেকে কেড়ে নিতে কি পেরেছে কেউ?
বরাক, কাছাড়, শিলচর জুড়ে ওঠে বিদ্রোহী ঢেউ।
কালা ফরমানে আহত বাঙালি স্বাধীন চেতনাবোধে,
আসামের বুকে ছড়ালো আগুন প্রতিবাদে প্রতিরোধে।
আগুনের সেই লেলিহান রূপে কাঁপে শাসকের বুক,
দুরাচারী খুনি পুলিশের হাতে তুলে দিল বন্দুক।
দো'নলায় তবু কভু কি ডরায় বাংলার মিঠে বুলি,
এগারো সদ্য যৌবন বুকে খুনি শাসকের গুলি।
ভাষার দাবীতে সেই বলিদানে স্টেশনের চত্বরে,
মে মাসের সেই উনিশ এখনও স্মরণীয় প্রতি ঘরে।
কমলা ও তাঁর সাথিদের মে, রফিকের ফেব্রুয়ারি,
ভাষা সন্ত্রাসী শাসকের মুখে প্রতিবাদী তরবারি।
(১৯/০৫/২০২৩)