দেওয়ালেই পিঠ, পিছোনোর পথ শেষে,
অনুদান শ্লেষে রক্তে বারুদ মেশে।
পেতে রাখা হাত যখন বজ্রমুঠি,
মশালের আঁচে আঁধারেই কাটাকুটি।

আগুন যে চেনে, পাচন সে গিলবে না।
শির নিতে পারো, শিরদাঁড়া মিলবে না।
                          (২৮/০৯/২৪)