রাত্রি গুছিয়ে রাখো, লিখে রাখো আঁধারের মানে।
তোমাকে আলোয় টানে, কবে আর পাতে ভাত আনে!
যেখানে আগুন ছিল, তুমি সরে গেছো সাবধানে।।
যতনে এড়ায় চোখ ফুটপাতে শুয়ে থাকা গ্লানি।
ছুঁয়ে দিলে সাতে-পাঁচে, মন পোষে ছাপোষা কেরানি।
মগজ পাকলে দেয় দুই কানে তালা, চোখে ছানি।।
যে রসে সবাই ভেজে, সেজে নিও সেই অনুরাগে।
বিরাগে দ্রোহের দোষ, পোষ মেনে খণ্ডিয়ো আগে।
বেড়ে আছে 'ক্ষুদে-ভাতে', জয় হো, নজর না লাগে।।
তুমি তো বার্তা বোঝো, ভেসে আছো সেই অভিমুখে।
কিলোয় না ভুতে জানি, দেশে আছো প্রেমে আছো সুখে।
কেন যে তাড়ায় মোষ তবু আজও কিছু উজবুকে!!
(০৭/০৯/২০২৩)