হাতে হাত ধরে হেঁটে যায় অনায়াস,
ধুলো মেখে মুখ লুকোয় চরণ ক্ষত।
মেঘ ছুঁই ছুঁই মগডালে অধিবাস,
রোদ্দুর হাসে বিজ্ঞাপনের মতো।

উড়ে যেতে যেতে অভিকর্ষেও চিড়,
দূরে যেতে যেতে মুছে যায় পদছাপ।
এ শহরে শুধু বন্ধ্যা মেঘের ভিড়,
বৃষ্টি চেনে না শ্রাবণের উত্তাপ।

ছেঁটে দিতে দিতে রক ছোঁওয়া চপলতা,
হেঁটে যেতে যেতে মরা মাছেদের চোখ
কপালে এঁকেছে যে শীতল সফলতা,
ফুলে ঢেকে রাখে হলুদ পাতার শোক।
                          (১০/০৩/২৪)