সাতজনমের সই,
তিন কাল যে ঠেকলো একে,
পেলাম তবু কই।
থই মেলে কই, ডুবসাঁতার?
দিন খুঁজে সই রাত কাবার।
(১৮/০২/২৪)
( ' তানকা ' এক ধরনের স্বল্পবাক জাপানী কবিতা। এই কবিতাগুলি লেখা হয় ৫/৭/৫/৭/৭ পদ্ধতিতে মোট ৩১ মাত্রায়। স্বরবৃত্ত ও অক্ষরবৃত্ত দুই পদ্ধতিতেই লেখা হয়। অন্ত্যমিল থাকতে হবেই এমন কোন বাধ্যবাধকতা নেই। আবার অন্ত্যমিল যেকোনো জায়গায় রাখা যেতে পারে। সাধারণত প্রথম তিন লাইনে বিষয়বস্তু ও শেষ দুই লাইনে উপসংহার রাখা হয়। স্বরবৃত্তে একটি তানকা লেখার চেষ্টা করলাম। )