নববর্ষের শুভেচ্ছা বাণি আসে নি যে মোটে, নয় তা,
তবে যে ধারায় 'নিউ ইয়ার' আসে, তার কাছে গুটিকয় তা।
তবু যারা আসে হুজুগেই ভাসে, যদি বলি তাতে ভুল কই?
দিন ক্ষণ সন তারিখের কথা শুধোলে যে মাথা চুলকোয়।
বাংলায় জানি সড়গড় নও, ইংলিশে অনবদ্য।
শোন, ছিলে ত্রিশে, আজ একত্রিশে, তার আগে দিও চোদ্দ।
শতকটা হবে পঞ্চদশের, তোমরা তো একবিংশে।
সেভাবে দেখলে তোমরা এগিয়ে, বাংলার জানি দিন শেষ।
'বাংলা' বাঁচাতে শহিদ, অথচ তারিখ সেদিনটার'ই,
ফাগুনের আট ভুলেছি, মেনেছি একুশে ফেব্রুয়ারি।
অতঃকিম, তাই আছি হালফিলে, ট্রেণ্ডেই টপ গিয়ারে।
'শুভ' দিয়ে দায় সারা কোনমতে, 'হ্যাপি' হই নিউ ইয়ারে।
(০১/০১/১৪৩১)